Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে
উপজেলা সমাজসেবা কার্যালয়, চাটখিল, নোয়াখালী

এক নজরে

সুধী,

                আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনাদের সদয় অবগতির জানানো যাচ্ছে যে, সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত উপজেলা সমাজসেবা কার্যালয়, চাটখিল, নোয়াখালীতে নিন্মোক্ত কার্যক্রম/ কর্মসূচিগুলি পরিচালিত হয়ে আসছে।


১। দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর আওতায় ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রমঃ

ক্রঃ নং

কার্যক্রমের নাম

বিনিয়োগ

(প্রাপ্ত বরাদ্দ)

ক্রমপুঞ্জিত

পুনঃ বিনিয়োগ

উপকারভোগীর সংখ্যা

পলস্নী সমাজসেবা কার্যক্রম (RSS)

২৭,৬৮,০৭০/-

১,৬০,৩৬,৬৫০/-

৩৯১১ জন

মাতৃকেন্দ্র (RMC)

১৮,৪৮,২০০/-

৪১,৯৯,৫০০/-

৮০৯ জন

সুদমুক্ত ক্ষুদ্রঋণ

৮২,০০,০০০/-

৪৫,৫০,০০০/-

৫২৭ জন

দগ্ধ ও প্রতিবন্ধীদের পুর্নবাসন কার্যক্রম (ঋণ)

১৬,৫৯,৬১২/-

৩৩,১৪,০০০/-

৪০০ জন


সর্বমোট

=১,৪৪,৭৫,৮৮২/-

=২,৮১,০০,১৫০/-

৫৬৪৭ জন

২। সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচী-১

ক্রঃ নং

কর্মসূচীর নাম

উপকার ভোগীর সংখ্যা

জনপ্রতি মাসিক ভাতা

খাত ভিত্তিক বার্ষিক অর্থ বরাদ্দ

বয়স্কভাতা

12376 জন

=৫০০/-

=7,42,56,০০০/-

বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা

৩৫৬৭ জন

=৫০০/-

=২,১৪,০২,০০০/-

প্রতিবন্ধী ভাতা

৩৪২১ জন

=৭৫০/-

=৩,০৭,৮৯,০০০/-

অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষভাতা

১১৯ জন

=৫০০/-

=৭,১৪,০০০/-

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

৮৫ জন

প্রাথমিক =৭৫০/-

মাধ্যমিক =৮০০/-

উচ্চ মাধ্যমিক=৯০০/-

স্নাতক/ স্নাতকোত্তর =১৩০০/-

=৮,২২,০০০/-

অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি

১৯ জন

প্রাথমিক =৭০০/-

মাধ্যমিক =৮০০/-

উচ্চ মাধ্যমিক=১০০০/-

স্নাতক/ স্নাতকোত্তর =১২০০/-

=১,৯৬,৮০০/-

হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা

-------

-------

-------


৩। সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচী-২: ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের অনলাইন Website: www.welfaregrant.gov.bd এবং নির্ধারিত ফরমে আবেদনের মাধ্যমে এককালীন ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করা হয়।

ভিক্ষুক জরিপ ও পূনর্বাসনঃ সমাজ থেকে ভিক্ষা বৃত্তি দূর করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন তাই ভিক্ষুক তথ্য সংগ্রহ পূর্বক যাচাই-বাছাইয়ের মাধ্যম পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম চলমান রয়েছে।

ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানাঃ সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত অত্র উপজেলায় ১৪টি এতিমখানা। ১১টি এতিমখানায় এতিম নিবাসীকে মাসিক ২০০০/- (দুই হাজার) টাকা হারে ২২৯ জনের জন্য বর্ষিক বরাদ্দ প্রদান করা হয়। যাহার পরিমান =৫৪,৯৬,০০০/- টাকা।

৪। স্বেচছাসেবী সংগঠনঃ সমাজসেবা অধিদফতর কর্তৃক অত্র উপজেলায় ৪৫টি রেজিষ্ট্রেশন প্রাপ্ত স্বেচছাসেবী সংস্থার কার্যক্রম পরিচালনা করা হয়। যে কোন সংস্থা/ ব্যক্তি হতে দুঃস্থ রোগী, পড়া লেখার খরচ বাবদ শিক্ষার্থী, দুর্যোগকালীন সময়ে যে কোন ক্ষতিগ্রস্থ ব্যক্তি, উপপরিচালক/ জেলা প্রশাসক, নোয়াখালী বরাবর আবেদনের প্রেক্ষিতে জেলা সমাজকল্যাণ পরিষদ হতে সাধারণ অনুদান/ আয়বর্ধক/ আর্থিক সহায়তা/ এককালীন অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যে কোন স্বেচছাসেবী সংস্থা আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিবদ্ধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

৫। সেবা ও কমিউনিটি ক্ষমতায়নঃ হাসপাতাল সমাজসেবা কার্যক্রম (নোয়াখালী), রোগী কল্যাণ সমিতি (উপজেলায় স্বাস্থ্য কমপেস্নক্স), চাটখিল, নোয়াখালী। উপজেলা রোগী কল্যাণ সমিতি সরকারি সহযোগী সংগঠন হিসেবে হাসপাতালে আগত ও ভর্তিকৃত দরিদ্র এবং অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

৬। প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরিপ ও পরিচয় পত্র প্রদান সংক্রান্ত কর্মসূচীঃ প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ একটি চলমান প্রক্রিয়া। এছাড়া শনাক্তকৃত প্রতিবন্ধীদের প্রাপ্য সুবিধাদি সমূহঃ

1) নিবন্ধন ও পরিচয় প্রাপ্তি ২) চিকিৎসা সহায়তা ৩)  শিক্ষা উপবৃত্তি ৪)  প্রতিবন্ধী ভাতা

5)  সুদমুক্ত ঋণ ৬) গণ পরিবহনে আসন সংরক্ষণ ৭) সংরক্ষিত কোটায় সরকারী চাকুরী।

৭। Management Information System (MIS): Management Information System (MIS) কার্যক্রমের মাধ্যমে চাটখিল উপজেলাধীন সকল ভাতাভোগীদের তথ্য অনলাইনে এন্ট্রি করা হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া এবং নগদ হিসাব খোলার মাধ্যমে মোবাইলে ভাতা প্রদান করা হয়।

৮। আমত্মঃ বিভাগীয় কার্যক্রমঃ বিজ্ঞ আদালত কর্তৃক নির্দেশিত (১) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল (২) শিশু আদালত (৩) আমলী আদালত (৪) বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেস আদালত কর্তৃক আদেশকৃত তদমত্ম/ অনুসন্ধান কার্যক্রম সম্পাদক পূর্বক প্রতিবেদন প্রেরণ। উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত দায়িতব সমূহ বাসত্মবায়ন করা হয়।

৯। প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিসেসঃ বিজ্ঞ আদালতের আদেশে আইনের আওতায় আসা শিশু ও নারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেরণ এবং যে কোন সাজাপ্রাপ্ত আসামীদের প্রবেশনের আওতায় পারিবারিক ও সামাজিকভাবে পূর্নবাসিত করা হয়।

১০। প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রঃ প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র, নোয়াখালী। সেবা সমূহঃ ক) কাউন্সেলিং সেবা, খ) স্পিচ এন্ড লেঙ্গুয়েজ থেরাপি, গ) অকুপেশনাল থেরাপি, উপজেলা ব্যাপি ভ্যানগাড়ির মাধ্যমে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

১১। প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়নঃ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ৬ টি আদিপেশা যেমন: কামার, কুমার, নাপিত, মুচি, নকশি কাঁথা, বাশঁ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারীদের নিয়ে কাজ করে। এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রান্তিক পেশাজীবী গোষ্ঠীর জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে বেকারত্ব দূর করা। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজের মাধ্যমে দক্ষ জনশক্তি ও তাদের পণ্য রপ্তানি করা । প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা। অর্থনৈতিক সম্পৃক্তির মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্তকরণ। তাদের পেশার টেকসই উন্নয়নের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান

                এছাড়া সমাজসেবা অধিদফতর কর্তৃক বিভাগীয়, জেলা, উপজেলায় নিন্মোক্ত সেবা গ্রহন করা যায়।

১২। প্রতিবন্ধী বিষয়ক-২: সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান এর মাধ্যমে সেবা পাওয়া যায়।

১৩। শিশু বিষয়ক-১সরকারী শিশু পরিবার, ছোট মনি নিবাস, দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন এর মাধ্যমে সেবা পাওয়া যায়।

১৪। শিশু বিষয়ক-২: প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, আমাদের শিশু, সিএসপিবি প্রকল্প, শেখ রাসেল শিশু প্রতিষ্ঠান এর মাধ্যমে সেবা পাওয়া যায়।

১৫। সামাজিক অবক্ষয় প্রতিরোধঃ শিশু (কিশোর/কিশোরী) উন্নয়ন কেন্দ্র, সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন, সেফ হোম, সরকারী আশ্রয় কেন্দ্র এর মাধ্যমে সেবা পাওয়া যায়।


যোগাযোগ মাধ্যমঃ Website: www.dss.gov.bd

 

  • ”নারী পুরুষ নির্বিশেষ সমাজসেবায় গড়বো দেশ”